Khoborerchokh logo

গাইবান্ধা জেলা বাস,মিনিবাস,কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন । 384 0

Khoborerchokh logo

আঃ সোবহান বিচ্ছু সভাপতি - বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত ।

শাহারুল ইসলাম, পলাশবাড়ী
পলাশবাড়ীর বহুল আলোচিত মোটর পরিবহন শ্রমিকদের বৃহৎ সংগঠন গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- রাজ-৪৯৪) ত্রি-বার্ষিক নির্বাচন কড়া নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ২৯ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যস্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
রাত পর্যন্ত ভোট গণনা শেষে নির্বাচনে সভাপতি মোঃ আব্দুস সোবহান মন্ডল ওরফে বিচ্ছু সোবহান (গোলাপ ফুল) মার্কা ও সাধারণ সম্পাদক পদে মোঃ গোলাম সরোয়ার প্রধান বিপ্লব (মোমবাতি) মার্কা নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাহা হলেন যথাক্রমে- কার্যকরি সভাপতি খাজা মিয়া, সহ-সভাপতি আজাহার আলী, সহ-সাধারণ সম্পাদক সাজু মিয়া, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির, সড়ক সম্পাদক শহিদুল ইসলাম, সাদেকুজ্জামান মিন্টু, অর্থ সম্পাদক রঞ্জু মিয়া, ক্রীড়া সম্পাদক জাকারিয়া মাসুদ জলিল, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক রাজা মিয়া ও কার্যকরী সদস্যের ২টি পৃথক পদে লুৎফর আলী ও জসিম উদ্দিন নির্বাচিত হয়। এর আগে ধর্মীয় সম্পাদক পদে হাফেজ মোঃ নুরুল ইসলাম বিনাপ্রতিদ›দ্বীতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার বাদশা প্রধান, সহকারী নির্বাচন কমিশনার নুরুল ইসলাম ও সদস্য শফিউল আলম, সুখেন চন্দ্র, ফজলার রহমান, আঃ কুদ্দুছ মিয়া এবং আফজাল হোসেন রাজীব। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হাসানুজ্জামান। আইনশৃঙ্খলা রক্ষায় ম্যাজিষ্ট্রেট হিসেবে নিয়োগ ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহীন দেলওয়ার ও মেরিনা আফরোজ ও পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান এবং ওসি (তদন্ত) মতিউর রহমানের নেতৃত্বে শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের প্রতিনিধি আলমগীর কুমকুম ।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com